বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ, রোপা আমনের বীজ ও সার বিতরণঃ
টাঙ্গাইল সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার সদর উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন-মুহাম্মদ আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার রুমানা আকতার।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৯০০ কৃষকের মাঝে পাঁচ কেজি করে রোপা আমনের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমপি সার বিতরণ করা হয়। এছাড়াও ১০ জন কৃষকের মাঝে এক কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমপি সার বিতরণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS